গোয়েন্দা থেকে রাশিয়ার প্রেসিডেন্ট হয়ে ওঠার গল্প

একটা সময় ছিল যখন সমগ্র বিশ্ব দুই ভাগে বিভক্ত । একভাগে ছিল সমাজতন্ত্র অপর ভাগে ছিল পুঁজিবাদ। সমাজতন্ত্রের নেতৃত্বে ছিল সোভিয়েত রাশিয়া এবং পুঁজিবাদের নেতৃত্বে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। এই পুঁজিবাদ ও সমাজতন্ত্রের মধ্যে দীর্ঘদিন প্রতিযোগিতার পর পুঁজিবাদ জয় লাভ করে অপরদিকে সমাজতন্ত্রের পতন ঘটে। এরই সাথে সাথে বিশ্বে একক শক্তি হিসেবে keep on reading

মহাত্মা গান্ধী: অহিংসাই ছিল যার আমৃত্যু সাধনা

মোহনদাস করমচাঁদ গান্ধী! ভারতের জাতির পিতা। যিনি সকলের কাছে মহাত্মা গান্ধী নামেই সমধিক পরিচিত। মহাত্মা শব্দের মানে হল মহান যে আত্মা। তার অসামান্য অবদানের জন্য তাকে মহাত্মা উপাধিতে ভূষিত করা হয়। তিনি সত্যাগ্রহ আন্দোলনের জন্য জনসাধারণের অতি নিকটে চলে আসেন এবং জনপ্রিয়তা লাভ করেন। সমগ্র বিশ্বে keep on reading

শিশুদের মিথ্যা বলা থেকে দূরে রাখুন

সাধারণত তিন বছর বয়স থেকেই শিশুরা মিথ্যা বলা শুরু করে। কারণ তখন থেকেই তারা বুঝতে শুরু করে কেউ তাদের মনের কথা বুঝতে পারবে না। ৪ থেকে ৬ বছর বয়সে এটা ধীরে ধীরে বাড়ে। যখন শিশুরা মিথ্যা বলা শুরু করে তাদের চেহারায় তা ফুটে ওঠে। কণ্ঠস্বরেও পরিবর্তন দেখা দেয়। ওই সময় যদি তাদের পুরো ব্যাপারটা ব্যাখ্যা করতে বলা হয় তখন তাদের কথা আটকে যায়।
1506915273
মনোবিজ্ঞানীদের ভাষায়, কয়েকটা কারণে শিশুরা মিথ্যা বলা শুরু করে। যেমন-

১. তারা কোন ধরনের সমস্যায় পড়তে চায় না।

২. তাদের কথা শুনে বড়রা কিভাবে keep on reading

দুনিয়ার সবচেয়ে কঠিন দুইটা কাজ . . .

দুনিয়ার সবচেয়ে কঠিন দুইটা কাজ হচ্ছে-
ক) নিজের বক্তব্য অন্য কারও মস্তিস্কে গেঁথে দেওয়া
খ) অন্যের পকেটের টাকা নিজের Keep on reading

শিষ্টাচার

আমি আমার জীবনে কোনো রিকশাওয়ালাকে কখনো সালাম দিয়ে রিকশায় উঠিনি। আবার নামার সময় ছোট্ট করে ধন্যবাদও জানাইনি। ইচ্ছা যে করত না তেমন নয়। তবে বলতে লজ্জা পেতাম। কারণ এই ধরনের প্রবণতা দেশে খুব একটা Keep on reading